সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এর আয়োজনে এবিভি রক কোম্পানির বাংলাদেশী কর্মীদের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণকালে এ আহবান জানান রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের কোম্পানির বিধি বিধান ও সৌদি আরবের আইন -কানুন মেনে কাজ করতে আহবান জানান। তিনি সৌদি আরবে আসার পূর্বে কাজ ও কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে এবং যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আসার জন্য পরামর্শ প্রদান করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এবিভি রক কোম্পানির মানব সম্পদ উইংয়ের প্রধান জনাব বাকারমান ফয়সাল বাংলাদেশের কর্মীদের কাজের এবং সততার উচ্চকিত প্রশংসা করেন।
ফাইনালে পদ্মা দল মেঘনা দলের মোকাবেলা করে। পদ্মা দল মেঘনাকে ৩৭ রানে পরাজিত করে। ফাইনালে পদ্মা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে পদ্মা নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে হোসেন সর্বোচ্চ ৬৫ রান করেন। জবাবে মেঘনা ৮ উইকেটে ৭৩ রান করে। বিজয়ী পদ্মা দলের হোসেন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে ৪টি দলে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করে। উক্ত ফাইনাল খেলায় কাউন্সেলর (শ্রম) জনাব মুহাম্মাদ রেজায়ে রাব্বী, প্রথম সচিব (শ্রম) জনাব মো: মহসিন আল ফারুক, দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং এবিভি রক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা শেষে রাষ্ট্রদূত বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল তুলে দেন।