নিজস্ব প্রতিবেদক : একজন চিকিৎসক মানে মানুষের স্বাস্থ্য সেবায় নিজেকে উজাড় করে দেয়া। তাই সিটি মেয়র দায়িত্বের প্রথম কর্মদিবসেই ডা. শাহাদাত হোসেন ছুটে গেলেন চসিকের মেমন মাতৃসদন হাসপাতালে। ঘুরে ঘুরে দেখেন পুরো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাটস্থ চসিক মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন।
হাসপাতাল পরিদর্শন করে মেয়র শাহাদাত হোসেন গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, মেমন হাসপাতালে আমরা একটি ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার গড়ে তুলবো। নগরবাসীরা ডেঙ্গু পরীক্ষা করতে গেলে কমপক্ষে ৭০০/৮০০ টাকা খরচ হয়। কিন্তু মেমন হাসপাতালে আমরা বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। একসময় প্রসূতি ও নবজাতকের সেবায় মেমন হাসপাতালের চট্টগ্রামে আলাদা সুনাম ছিল। সেই সুনাম ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, মশার বংশবিস্তার রোধ ও মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে যাবো আমি। আজ আলকরণ ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখেছি। মশা নিয়ন্ত্রণে যেসব ওষুধ এখন ব্যবহার হচ্ছে, সেগুলো যাচাই করে দেখবো আসলে কাজ করছে কী না। না হলে আমাকে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তির দিকে যেতে হবে।
তিনি আরো বলেন, কুকুরের কামড়ের প্রতিষেধক র্যাবিস ভ্যাকসিন চসিকের স্বাস্থ্য কেন্দ্রে দেয়া হয়। কিন্তু এটা অনেকেই জানেন না। আমরা নগরবাসীকে বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিন দেব।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রকৌশলী ইকবাল হোসেনসহ চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ