পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলকে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুর পেয়ারা বেগম, সেনাবাহিনীর পেকুয়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহাবাজ শরীফ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, জামায়াতের প্রতিনিধি প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমন্বয়ক রমেশ বিশ্বাসসহ আরো অনেকে।

বক্তরা বলেন, পূজা মন্ডপ গুলোর সার্বক্ষণিক নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম প্রস্তুত রাখা সহ সকল পুজা মন্ডপে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এই ছাড়াও একটি মনিটরিং কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৮ অক্টোবর ২০২৪ তারিখ ষষ্ঠী পুজার মাধ্যমে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুজা। এ বছর পেকুয়া উপজেলায় ৬ টি প্রতীমা পূজা ৩ টি ঘটপূজা সহ মোট ৯ টি পুজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে সারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।

এসময় অন্যান্যদের মাঝে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, সাংবাদিক দেলওয়ার হোছাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/সুমন/জেএইচ

Scroll to Top