পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক বাগান শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলাবাগান শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত মোঃ জামাল উদ্দিন (৪৩) টইটং ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌকিদার পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসাইনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মোঃ স্থানীয় কলা চাষী জমির হোসেনের কলা বাগান শ্রমিক হিসেবে কাজ করে। সকালে করা বাগানে পানি দিতে পুকুরে মোটর বসায় এসময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন ৪ সন্তানের জনক। স্থানীয়রা বাগানের পাশে পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন নামে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top