পেকুয়ায় চোলাই মদ সহ গ্রেপ্তার ২

Facebook
WhatsApp
Twitter
Print

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের অভিযানে একশো লিটার দেশীয় তৈরী চোলাই মদ’সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) ভোরে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) অর্পন সেন ও এসআই নাসির উদ্দিন সাগরের নেতৃত্বে পেকুয়া থানার একটি টিম এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তাদেরকে একশো লিটার মদসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার বরইতলী রসুলাবাদ এলাকার সিরাজুল হকের পুত্র  সিএনজি চালক সাব্বির আহমদ ও একই উপজেলার হারবাং আজিজ নগর কোরবানিয়া ঘোনা এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ খোকন। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একশো লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে মদ’সহ গ্রেপ্তার  করা হয়।  ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে৷

Scroll to Top