পেকুয়ায় উদ্ভাবনী লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই প্রদর্শনী শুরু হয়।এতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে মুল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড.চপল কুমার রায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হারুনুর রশীদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সহকারী কমিশনার ভুমি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় প্রমুখ ।

সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর গবেষণা কর্মকাণ্ড নিয়ে ধারণা দেয়া হয় এবং নানান উদ্ভাবনী কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের উদ্ভাবনী কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।

Scroll to Top