সিপ্লাস ডেস্ক: বাজারে পেঁয়াজের দাম আবারও বেড়েছে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯৫ টাকায়। ভারতীয় পেঁয়াজের দামও চড়া। আমদানি করা এ পেঁয়াজের কেজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয় দেশি পেঁয়াজের দর ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দিয়েছে। কিন্তু, বাজারে এই দাম কার্যকর হচ্ছে না। সরকারের দাবি, পেঁয়াজের দাম বাড়ার কারণ ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা।
কারওয়ান বাজারের পেঁয়াজ-রসুন ব্যবসায়ী রবিউল আলম বলেন, ‘এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার গরম। খুচরা ব্যবসায়ীরা কেজিতে এখন ৫ টাকার বেশি লাভ করতে পারেন না।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম, তা অ্যাচিভ করা যায়নি। তারপরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করা যায়।’
এদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১৩ শতাংশ, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১১৪ শতাংশ।