‘পুকুরের মাছ লুট’— কর্ণফুলীর বিএনপি নেতা বহিষ্কার

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলায় সরকারি তিনটি পুকুর থেকে মাছ লুটের অভিযোগে মো. জসিম উদ্দিন জুয়েল নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে জসিম উদ্দিন জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে চরলক্ষ্যা ইউনিয়নে পাশাপাশি অবস্থিত তিনটি পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করেন ১০-১৫ ব্যক্তি। কিছু মাছ তারা নিয়ে গেছেন। আরও কিছু মাছ ধরার সময় পুলিশ ঘটনাস্থলে এসে জাল জব্দ করে। মাছ লুটের সময় বিএনপি নেতা জসিম উদ্দিনের উপস্থিত থাকার বিষয়টি একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, মামলায় আসামি করা না হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে জসিমকে বহিষ্কার করা হয়েছে

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জুয়েল বলেন, ‘মাছ চুরি বা লুটের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক। যা দলীয় তদন্তে প্রমাণিত হবে।’

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top