চাটগাঁ নিউজ ডেস্কঃ ফটিকছড়িতে পাহাড়-টিলা কেটে কৃষি গবেষণাগার করার দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হাসান সজীব। মামলার অন্যান্য আসামিরা হলেন- হালদা অর্গানিক ফ্রুটস এন্ড মডার্ন হর্টিকালচার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদের খান, তার কর্মচারী ও স্কেভেটর ড্রাইভার গৌতম দাস, স্কেভেটর মেকানিক সমর পাল ও সুপারভাইজার ফয়সাল নেওয়াজ খান।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, “সরকারি অনুমতি ছাড়া পাহাড়-টিলা কেটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ লংঘনের অপরাধে নাদের খান সহ মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব”।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পাহাড়-টিলা কাটার সত্যতা পাওয়ায় অত্র কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বাদী হয়ে ফটিকছড়ি থানায় ৫ জনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ৬(খ) ধারা ভঙ্গ করায় গত ২ ফেব্রুয়ারি ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন