চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়ার পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় এ মানববন্ধন করেন তারা। গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, চন্দনাইশ ও পটিয়ায় পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবি, হত্যার হুমকিতে বাগানের মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের বাগানে স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন না। বাগানে গেলেই অপহরণ করে পৈশাচিক শারীরিক নির্যাতন, মুক্তিপণ দাবিসহ নানা হয়রানি করে অপহরণকারীরা।
এ সময় তারা সম্প্রতি চন্দনাইশের পাহাড়ি এলাকার সিলেনছড়ি থেকে গ্রেপ্তার ৩ পাহাড়ি সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আইয়ুব মেম্বার, কাঞ্চনাবাদ ইউনিয়ন জামাতের আমীর মোজাফফর আহমদ (জাফর), সম্প্রতি অপহরণের শিকার হাশিমপুর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোজাম্মেল হক তালুকদার, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, বাগান মালিক মুন্সি মিয়া, নুরুল আবছার, আজগর আলী, মোরশেদ, মো: শফি,লেদু মিয়া,আবু ছৈয়দ, ফজল আহমদ, মাহবু, খাইরুল ইসলাম, শ্রমিক আহমদ হোসেন, সাখাওয়াত, ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে প্রায় ৩-৪ শতাধিক বাগানের মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন