পাহাড়ি ঢলে ভেঙে গেলো সেতুটি: নারানগিরি ১ নং পাড়াবাসীর দূর্ভোগ চরমে

Facebook
WhatsApp
Twitter
Print

কাপ্তাই প্রতিনিধি:  রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের অন্তর্গত নারানগিরি ১ নং পাড়া।

নারানগিরি খাল পাড় হয়ে এই পাড়ায় যাওয়ার একমাত্র সম্ভল বাঁশের সাকো।

বেশ কয়েকদিনের অতি বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে এই পাড়ার যোগাযোগের একটি মাত্র  বাঁশের সাঁকো গত সোমবার ভেঙে গিয়ে পানির সাথে তলিয়ে যায় । ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। কার্যত ঘরবন্দী হয়ে আছে এই পাড়ার ৫০ টির মতো পরিবার।

এলাকাবাসী মোহাম্মদ রাশেদ, ইউসুফ সওদাগর, আজিজ মিয়া, আব্দুল মুনাফ জানান, বর্ষা মৌসুম আসলেই আমাদের দুঃখের শেষ থাকেনা। প্রতি বর্ষাই এই বাঁশের সাকো ভেঙে গিয়ে নদী গর্বে বিলীন হয়ে যায়। আমরা বারবার আবেদন করার পরও এখানে কোন পাকা সেঁতু নির্মাণ করা হচ্ছে না।  এই দুঃখ লাগবে, আমরা সরকারের সু- দৃষ্টি কামনা করছি।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য  শৈবাল সরকার জানান,  অচিরেই এই খালের উপর সেতু নির্মাণের কাজ শুরু হবে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, আমরা ইতিমধ্যে এই খালের উপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাব পাস হয়ে আসলে কাজ শুরু হবে।

Scroll to Top