পাহাড়তলী থেকে ২ মাদক কারবা‌রি গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। অভিযুক্তরা হলেন— মো. আজিম উদ্দিন (২৩) ও মো. সৌরভ চৌধুরী (২৮)। বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করত। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের ডবলমুরিং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top