পড়া হয়েছে: ৪৮
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর একে খান এলাকায় ট্রেনে কাটা পড়ে এস এম আব্দুল লাবিব (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র হলো এস এম আবদুল লাবিব নগরীর পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া আব্দুল বারেক মেম্বার বাড়ির আব্দুল মতিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘একে খান এলাকার রেললাইনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিভাবে রেলে কাটা পড়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা কিশোরটির মরদহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
চাটগাঁ নিউজ/এসআইএস