পড়া হয়েছে: ৬০
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে দিগ্বিদিক ঘুরতে থাকা ২০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ৮ শিশু, ৬ জন যুবক-বৃদ্ধ এবং ৬ জন নারী ছিল বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে ভাসানচর থেকে কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা।
চাটগাঁ নিউজ/জেএইচ