পড়া হয়েছে: ৩৭
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় পানির রিজার্ভ ট্যাংকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কাদের ট্রেডিং কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটে।
মৃত হাবিবুর রহমান (৫৫) পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘কাদের ট্রেডিং কোম্পানির লিমিটেডের কর্মচারী হাবির প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হাউজ থেকে বালতি দিয়ে পানি নিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। খবর পেয়ে আমরা ওই পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করেছি।’
চাটগাঁ নিউজ/এসএ