পানছড়িতে ইউপিডিএফের অবরোধ কর্মসূচি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে গতকাল বুধবার গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল এদিন বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চলছেনা আন্ত:জেলা ও অভ্যন্তরীন সড়কে কোন গাড়িও।

তবে খাগড়াছড়ি জেলা শহর, শহরতলীতে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো সকালে কড়া পুলিশী প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং- এর খবর পাওয়া গেছে। তবে এখনো খাগড়াছড়ি জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

উল্লেখ্য বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়। এ হত্যাকান্ডের প্রতিবাদে সংগঠনটি বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি আহবান করে। এদিকে পানছড়ির পরিস্থিতি এখনো থমথমে, স্থানীয় জনসাধারণের মাঝে আতংক বিরাজমান।

চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ

Scroll to Top