পাঠানটুলীতে (চট্টগ্রাম-১১) আসনে কেটলি মার্কার মহিলা সমাবেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনী প্রচার প্রচারণা চলছে পুরোদমে। এই উপলক্ষে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড অফিসের পাশে সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই সময় মহিলা আওয়ামী লীগ নেতা খাইরুন্নেছা তুহিন, জুলিয়া ইয়াছমিন ও ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী ফারিয়া জামিলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা; সাবেক কাউন্সিলর আব্দুল কাদের; সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম; ২৮,২৯ ও ৩৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌসি আকবর; সাবেক মহিলা কাউন্সিলর রেহেনা বেগম রানু; বীর মুক্তিযোদ্ধা শেখ জাহেদ আহম্মদ; ডবলমুরিং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সিরাজউদ্দৌলা শিরু, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী মোহাম্মদ মেম্বার, ২৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান সহ ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দরা।

উক্ত সভায় স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন চাটগাঁ নিউজকে বলেন, আগামী ৭ তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করছি জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আবারো যেনো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়ী করতে পারে। সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাবো, ইসি’র কাছে এই প্রত্যাশা আমাদের।

এখানে উপস্থিত বক্তারা বলেন, অঢেল টাকা থাকার পড়েও যে গরিব দুঃখীদের সহায়তা করেনা সে মনের দিক দিয়ে গরীব। কেটলি মার্কার জিয়াউল হক সুমন ভাই অর্থের দিক থেকেও যেমন বিত্তবান, চিত্তের দিক দিয়েও তেমনি বিত্তবান। নিশ্চয় সে আপনাদের সহযোগিতা করবে, সংসদে গিয়ে আপনাদের কথা বলবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কেন্দ্রে গিয়ে সবাই নিজের ভোট নিজে দিতে পারবে। আমরা এই এলাকার সকলকে ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

Scroll to Top