পাকিস্তান ২৮৬ রানে অলআউট, নেদারল্যান্ডসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

সিপ্লাস ডেস্ক: বিশ্বকাপের ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ২৮৬ রানে অলআউট হয়েছে। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন।

এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কিন্তু এরপর ৩৪ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৪ উইকেট।

ইনিংসের শুরু, মাঝ এবং শেষ দিকে টাপাটক উইকেট পতনের কারণে ৪৯ ওভারে শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

নেদারল্যান্ডসের সামনে এই স্কোর চ্যালেঞ্জিং হবে। তবে, তারা যদি নিজেদের খেলায় ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা তাদেরই থাকবে।

Scroll to Top