পড়া হয়েছে: ৭৭
পেকুয়া প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পেকুয়া উপজেলায় তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাপা কক্সবাজার জেলা কমিটি।
বুধবার ১০ জানুয়ারি কক্সবাজার জেলা বাপা’র সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সাংবাদিক সাজ্জাদুল ইসলামকে সভাপতি, সাংবাদিক মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিককর্মী এফ এম সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
দুই বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ পরিবেশ রক্ষায় নানাবিধ আন্দোলন, সভা সেমিনার ও সিম্পোজিয়াম করে আসছে।
চাটগাঁ নিউজ/এমএসআই