পদ্মা অয়েলে সোবহান, যমুনায় এলাহী

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি, এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালন পদে পদায়ন করা হয়েছে।

বুধবার বিপিসির সচিব সরকারের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেনের সই করা পৃথক আদেশে তাদের পদায়ন করা হয়। পাশাপাশি এলপিজিএল এবং পিটিসিপিএলসিতেও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় বিপিসি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির সচিব মুহাম্মদ আশরাফ হোসেন।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুস্তফা কুদরুত-ই-ইলাহীকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এবং পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (অপা. অ্যান্ড প্লানিং) রায়হান আহমাদ পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top