পতেঙ্গা সমুদ্র সৈকত অবৈধ দখলদার মুক্ত করতে শিক্ষার্থীদের হুশিয়ারি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত অবৈধ দখলদার মুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দখলদার দোকানিদের সমুদ্র তীর থেকে স্থানান্তরিত করার কঠিন হুশিয়ারি দেন।

আজ শনিবার (১০ আগষ্ট) চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করে।

ছাত্রজনতা অভিযোগ করেন, সমুদ্র সৈকত অবৈধভাবে দখল করায় পর্যটকরা শান্তিতে চলাফেরা করেত পারছে না। পর্যটকরা সমুদ্রের তীরে সাজিয়ে রাখা চেয়ার গুলোতে বসলে দোকানীরা জোরপূর্বক খাওয়ারের অর্ডার নিয়ে থাকে যা একপ্রকার ভোগান্তি। বাদামের খোসা, চিপসের পলিথিন, প্লাস্টকের বোতল সহ নানান প্রকার আবর্জনা দোকানিরা নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখায় সমুদ্র সৈকত এর পরিবেশ ধ্বংস করতেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন এই কর্মসূচিতে তারা যদি আমাদের দাবী না মানে তাহলে আমরা পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতা নিয়ে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করার ব্যাবস্থা করবো। এ ব্যাপারে আমরা অতি দ্রুত সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতেছি বলেও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবীগুলোতে স্থানীয় মুরুব্বিরাও একমত পোষণ করেছে এবং আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। তখন, নৌবাহিনীও শিক্ষার্থীদের পাশে আছে বলে আশ্বাস দেন।

দোকানীরা একপর্যায়ে যাতায়াতের রাস্তায় দখল করা তাদের সকল চেয়ার টেবিল উঠিয়ে নিয়ে গেলেও পরে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর খবর পাওয়া যায় দোকানিরা আবার দখল করে নেয় সৈকত।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top