পড়া হয়েছে: ৩৩
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর পতেঙ্গায় দেশিয় তৈরি ৪১০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) নগরীর পতেঙ্গা মডেল থানার স্টিলমিল বাজারের নুরুন্নবী গলির কমা ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ৩ জন হলেন- সরিপর চাকমা (২২), লিখি চাকমা (২২) ও নতুন চাকমা (২২)।
বুধবার (১৩ মার্চ) পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম এ তথ্য জানান।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা মডেল থানার স্টিলমিল বাজারের নুরুন্নবী গলির কমা ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর