পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার বয়স আনুমানিক ৪০ বছর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আজিমপুর মধ্যমপাড়া মিয়ার হাট এলাকার কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাল প্লাস্টিক দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদহটি এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আমাদের প্রাথমিকভাবে ধারণা অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছে। ইতোমধ্যে ঘটনা তদন্তে কার্যক্রম শুরু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ