চাটগাঁ নিউজ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ সিজান (১৯) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে পটিয়া বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত সিজান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের ৮নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র।
ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার ছাত্রদল নেতা মোহাম্মদ মিজানের সঙ্গে সিজানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিজান ছাত্রদল নেতা সিজানের কোমরের নিচে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় আহত সিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারী ও আহত দুইজনেই দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের অনুসারী বলে জানা যায় ।
জানা গেছে, ১৬ ডিসেম্বর উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের পক্ষ থেকে বিজয় মিছিল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করে। উপজেলার কচুয়াই ইউনিয়ন থেকে একটি বিজয় মিছিল দলীয় কার্যালয়ে আসার পথে ছাত্রদল নেতা মিজান ও সিজানের সঙ্গে ব্যানারে ছবি দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। তাদের বিজয় মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এলে একপর্যায়ে মিজান ছাত্রদল নেতা সিজানকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।
জিসানের ছুরিঘাতের ঘটনা স্বীকার করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার জানান, ‘ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে। তবে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’
পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ