চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় কোলাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে নৌকা প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর লোকজন।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলান্ধা গরীব আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে ঢুকে আগুন দেয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ নূর জানান, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অনুসারী শামসুল ইসলাম চেয়ারম্যান, বদিউল আলম তুষার, শুক্কুর, ইকবাল আহমদের নেতৃত্বে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।
আগুনে ক্যাম্পের ভেতরে থাকা পোস্টার, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল, মঞ্চসহ বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে।
এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বশিরুল আলম বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নির্বাচনী সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
চাটগাঁ নিউজ/এমআর