পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বেড়েই চলেছে গরু চুরি। এবার গরু চুরির ঘটনা ঘটেছে উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়া জসিম চেয়ারম্যান বাড়ী এলাকায় একটি খামারে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ওই খামারের ৩টি গরু চুরি হয় বলে জানা গেছে।
জানা গেছে, উক্ত এলাকার মিজানুর রহমানের প্রতিষ্ঠিত মিজান ডেইরী ফার্ম থেকে এই চুরির ঘটনা ঘটে। যেখানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৩টি গাভী গরু চুরি করে নিয়ে যায় একদল চোর।
মিজানুর রহমান জানান, চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী কয়েকদিন আগে বাচুর দেয়। এই গাভী থেকে প্রায় ১০-১২ লিটার দুধ পাওয়া যেত। অন্য ২টি গাভী কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। এই গাভী গুলো থেকে প্রায় ৭-৮ লিটার দুধ পাওয়া যায়। এই বিষয়ে পটিয়া থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এ ব্যাপারে পটিয়া থানার ডিউটি অফিসার সুমন বলেন, গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ