পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড থানামহিরা দাঁইয়া পাড়া গ্রামে বদি মেম্বারের পুরাতন বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ টি ঘর ভষ্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ।
এই ব্যাপারে পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিস ও পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিবিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দীন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একই সঙ্গে আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুল হক,নুরুল আমিন, জাহেদুল হক, মাফুলা খাতুন, আজগর আলী,জানে আলম, জাহানারা বেগম।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/ইউডি