ন্যাটো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: চীন

চাটগাঁ নিউজ ডেস্ক : ন্যাটো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। কারণ এই সামরিক জোটটির মধ্যে গভীরভাবে মিশে গেছে গত শতাব্দীর স্নায়ু যুদ্ধের মানসিকতা এবং আদর্শগত পক্ষপাতিত্ব। রুশবিরোধী সামরিক জোট ন্যাটোকে এভাবেই আক্রমণ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার এই কথা বলেন।

আরটি জানিয়েছে, চীনকে মোকাবিলায় জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে ন্যাটো। এ বিষয়টিকে চীন কীভাবে দেখছে তা জিয়ানের কাছে জানতে চান ব্লুমবার্গের সাংবাদিক। এর জবাবে জিয়ান বলেন, ন্যাটো হচ্ছে স্নায়ু যুদ্ধের একটি ‘প্রোডাক্ট’। এটি নিজেকে আঞ্চলিক সামরিক জোট দাবি করলেও বাস্তবে এটি বিশ্বজুড়ে ক্ষমতা বৃদ্ধি করে চলেছে।

তিনি বলেন, ন্যাটো এ কাজ করছে মূলত তার স্নায়ু যুদ্ধকালীন মানসিকতার কারণে। ন্যাটোর কাজই হচ্ছে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলা। ন্যাটোর উচিৎ আঞ্চলিক জোট হিসেবে কার্যকর থাকা। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি থেকে দূরে থাকা উচিৎ। ন্যাটো ইউরোপেও অস্থিরতা টিকিয়ে রাখছে বলেও অভিযোগ করেন তিনি।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top