নৌকা প্রার্থীর পক্ষে মাইকিং করায় সীতাকুণ্ড পৌর কাউন্সিলরকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলোকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর একটার সময় সীতাকুণ্ড উপজেলার সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা’র ১৩ ধারা লঙ্ঘন  করে উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আল মামুন এর সমর্থনে   মাইকিং করায় তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালা ১৩ ধারা লঙ্ঘন করায় ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।

Scroll to Top