চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ‘চরম আচরণবিধি’ লঙ্ঘনের দায়ে ৩টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থি বাতিল করেছে। তবে তার প্রার্থিতা বাতিল করলেও ওই আসনের অন্যান্য প্রার্থীদের ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৭ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় তার প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি ও আচরণবিধি গুরুতর লঙ্ঘনের অভিযোগে মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এর আগে বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মোস্তাফিজুর এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি ও গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
চাটগাঁ নিউজ/এসএ