আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় দুই বেকারিতে নিম্নমান ও নোংরা পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জরিমানা করা নিউ ঢাকা বেকারি ও আর. রহমান নামক বেকারি দুইটি লাইসেন্সবিহীন অবস্থায় পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মঙ্গলবার (২১) জানুয়ারী বিকালে উপজেলার কালাবিবি দিঘীর মোড় ও বৈরাগ ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহম্মদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে কালাবিবি দিঘীর মোড় নিউ ঢাকা বেকারী ও বৈরাগে আর. রহমান নামক দুই বেকারির পণ্য। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারির মালিককে জরিমানা করা হয়।
এর আগে নিউ ঢাকা বেকারী নামক বেকারিকে কয়েকবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার নষ্ট করে দিলেও কোনো পরিবর্তন আসেনি। অভিযানের পরপরই সেই আগের মতো চলে নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে পণ্য তৈরি করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহম্মদ জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ