নির্বাচনের পরদিনই ক্রিকেট মাঠে সাকিব

চাটগাঁ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বিশাল জয় পেয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে ফিরেছেন সাকিব।

সোমবার (০৮ জানুয়ারি) বিকাল ৩টায় ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে আসেন। তার আগে উপস্থিত হয়েছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়জেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

মাঠে এসেই ব্যাটিং নিয়ে অনুশীলন করতে দেখা যায় সাকিবকে। বেশ লম্বা সময় নিয়ে নেটে ব্যাটিং করেন তিনি। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর আজই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

এদিকে আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। বিপিএলকে সামনে রেখেই মিরপুরের ইনডোরে অনুশীলন করেন সাকিব। এ আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। এর আগে নির্বাচনী প্রচারণার মাঝে মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি।

উল্লেখ্য, এবারের বিপিএলে অলরাউন্ডার সাকিব আল-হাসান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top