নাশকতার মামলায় খালাস পেলেন বিএনপির ৪৮ নেতাকর্মী

সিপ্লাস ডেস্ক: দশ বছর আগে নাশকতার অভিযোগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার এবং তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন মোল্লা নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় দেন।

এদিন রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মোহন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, পুরান ঢাকার নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানায় মামলাটি করা হয়। পরে তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

Scroll to Top