পড়া হয়েছে: ৩৮
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় রাস্তা ও নালার উপর গড়ে তোলা দোকানপাঠ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাঁচ ব্যক্তিকে জরিমানা করা হয়।
সোমবার (১৫ জুলাই) এ অভিয়ান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
তিনি জানান, খুলশী থানার জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতাল সংলগ্ন রাস্তা ও নালার উপর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিল একটি চক্র। অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করা, ফুটপাতে ব্যবসা করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ