পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মনির হোসাইন নামে ওই রোগীর মৃত্যু হয়। ৬০ বছর বয়সী মনির হোসাইন একইদিনে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
চলতি মাসে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ২৫০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগীসহ সর্বমোট ১৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ