পড়া হয়েছে: ২৫
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলো- মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)।
বুধবার (৬ মার্চ) সিআরবি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা ওসি ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি কাঠের বাংলো মোড় পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর