চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কোতোয়ালী থানার সিআরবি ফ্যান্সিস সড়কে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বাচ্চু বাংলো পাহাড়ের পাদদেশ সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা ওই এলাকায় যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন