পড়া হয়েছে: ৬৯
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পানিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতদেহের পরনে ছিল কালো ফুল প্যান্ট, কোমড়ে বেল্ট, গায়ে ফুল শার্ট ও ভিতরে নীল রংয়ের গেঞ্জি, মাথায় লম্বা চুল। গায়ের রং শ্যামলা, শরীর কাদামাখা, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ এবং হাত, পা, গালে পচন ধরেছে।
বাকলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, সকালে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর