নিজস্ব প্রতিবেদক: নগরের জেলা প্রশাসনের অভিযানে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুইটি গোডাউনকে সিলগালা করা হয়।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো: মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় পৌঁছালে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা ভেঙ্গে দুইটি গোডাউনে প্রায় ২ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে সেটি বিনষ্টের জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়।