পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর বাকলিয়া এলাকার বগার বিল নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে স্ক্র্যাপের দোকানসহ বেশ কয়েকটি ছোট গুদাম ছিল বলে জানা গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪-৫টি কাঁচা দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
যেখানে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় দোকানিরা
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
চাটগাঁ নিউজ/জেএইচ