পড়া হয়েছে: ৩০
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সড়কের পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে মরদেহটি পড়ে ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের কয়েকগজ দূরে রক্তমাখা ছুরি পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।