‘নগরীর দ্বিতীয় বাস টার্মিনাল হবে শাহ আমানত সেতুর পাশে’

সংবর্ধনা অনুষ্ঠানে চসিক মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক:  শাহ আমানত সেতু পার্শ্ববর্তী এলাকায় নগরীর দ্বিতীয় বৃহৎ বাস টার্মিনাল নির্মাণ করার পরিকল্পনা হাতে নিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামমুখী বাসগুলো বর্তমানে বলতে গেলে নগরীতেই সরাসরি প্রবেশ করছে। দক্ষিণ চট্টগ্রামের বাসগুলো বহদ্দার হাট টার্মিনালে, উত্তর চট্টগ্রামের বাসগুলো অক্সিজেন টার্মিনালে, আবার ঢাকা থেকে আসা বাসগুলো অলংকার হয়ে গরীবুল্লাহ শাহ মাজার এলাকা পর্যন্ত চলে আসে। এমন অবস্থা নিরসনে অক্সিজেন থেকে উত্তর চট্টগ্রামের বাস টার্মিনালটি কুলগাঁও এলাকায় সরিয়ে নেয়া হবে। সেখানে আমাদের একটা বাস টার্মিনাল হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের জন্য বহদ্দার হাট বাস টার্মিনালটিও সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটিকে শাহ আমানত সেতু পার্শ্ববর্তী এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। আমি জায়গাও পরিদর্শন করে এসেছি। সেটা হয়ে গেলে দক্ষিণ চট্টগ্রামের যানজট কমে আসবে।

চসিক মেয়র বলেন, একটা শহরকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে গণপরিবহনের সাথে তাল মিলিয়ে একটা পরিবহনবান্ধব শহর করা জরুরি। এখানে যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো অপরিকল্পিতভাবে হয়েছে। সেই কারণে কিছু ডিসপ্লেনের অভাব আছে, সমস্যা আছে। টার্মিনালে বখাটে আছে, কিছু মাদক ব্যবসায়ী আছে, এগুলোর ব্যাপারেও সিরিয়াসলি অ্যাকশনে যেতে হবে। আর সেখানে রাতে অনেক সময় লাইট থাকে না, সেগুলো আমরা দেখছি। যাতে করে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে, মানুষের সিকিউরিটি থাকে। যারা বাইরে থেকে আসে, বিভিন্ন ধরনের পর্যটক, তাদের সিকিউরিটির বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী ও যুগ্ম সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আক্তার।

বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন, সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ ও মোহাম্মদ আজম প্রমুখ।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top