নিজস্ব প্রতিবেদক: নগরের খুলশী এলাকা থেকে কাজল প্রকাশ মর্জিনা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে নগরের খুলশী থানাধীন মাষ্টারলেইন ঝিলেরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহি গণমাধ্যমকে বলেন, ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ হোসেন লিটনের স্ত্রী কাজল প্রকাশ মর্জিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।