পড়া হয়েছে: ২৫
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর কোতোয়ালীতে সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি নেওয়াজ আক্তারকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) নগরীর পাঁচলাইশ থানার এপিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার নেওয়াজ আক্তার কোতোয়ালী থানার নতুন মুনছরাবাদ কর্নেল হাটের ডিটি রোডের ওমর ফারুক চৌধুরীর স্ত্রী।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, কোতোয়ালী থানার এএসআই সুজন বড়ুয়া ও এএসআই মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচলাইশ থানাধীন ইপিক হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি নেওয়াজ আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমআর