পড়া হয়েছে: ১১৩
নিজস্ব প্রতিবেদক: নগরীর বন্দর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন মুনসুর মার্কেটের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শিপন মিয়া (২৮) এবং মোঃ শাকিল (১৯)। সে সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে মুনসুর মার্কেটের বিপরীত পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ