নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ ডাকাত

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি এবং একটি প্লাস্টিকের হাতলযুক্ত ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিআরবি কাঠের বাংলোর নিচে তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. বাচ্চু (৩৮), মো. মনির হোসেন (২৫), মো. মানিক (৩১), মো. ইয়াছিন আরাফাত (২৫), আলমগীর মাসুদ প্রকাশ আলাউদ্দিন মাসুদ (৪২) এবং মো. জহির প্রকাশ জয় (২৪)।

থানা সূত্রে জানা যায়, সিআরবি কাঠের বাংলোর নিচে তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে সিড়ির নিচে অন্ধকারচ্ছন্ন পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ঐ ৬ সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়েদুল হক চাটগাঁ নিউজকে জানান, মূলত ডাকাতির প্রস্তুতি নিতেই তারা ওই জায়গার অন্ধকার স্থানে জড়ো হয়েছিলো। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি টিপ ছোরা ও ১টি প্লাস্টিকের হাতল যুক্ত স্টেন লেইন ছোরা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top