পড়া হয়েছে: ৩৭
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬টি টিপছোরাসহ সক্রিয় ডাকাত দলের ৬ ডাকাতকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার (৭ এপ্রিল) নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, মো. আলমগীর হোসেন (৩৫), ফয়সাল গাজী (২৭), দিদারুল আলম (২৪), মো. জুয়েল (২৪), ওসমান গণি ফরহাদ (২৭) ও মো. মিজান (২৩)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক চাটগাঁ নিউজকে বলেন, উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন