চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীতে ঋণের চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে তিনি চিরকুটে লিখে গেলেন তার বেদনার গল্প।
রবিবার (১০ মার্চ) বিকালে নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহিদুল আলম চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
মৃত্যুর আগে তার লেখা চিরকুটে তিনি লিখেছেন, তার ছয় লাখ টাকা দেনা আছে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিরকুটটি তার নিজের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মুড়িয়ে রেখেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার চাটগাঁ নিউজকে বলেন, জাহিদুল আলম মিন্টু নিজের বাসায় রবিবার বিকেল ৫টার দিকে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেন।
চাটগাঁ নিউজ/এসবিএন