পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীতে পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকা ৪ নারীকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বিষয়টি কোতোয়ালী থানা পুলিশ সূত্রে নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩০ মার্চ) নগরীর লালদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, কোতোয়ালী থানায় এসআই রনি তালুকদার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডস্থ সিনেমা প্যালেসের সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক চাটগাঁ নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ৭৬/১০৩ সিএমপি ধারায় কোতোয়ালী থানার অধর্তব্য মামলা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন