সিপ্লাস ডেস্ক: আজ (১১ নভেম্বর) দীর্ঘ প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটেছেন প্রধানমন্ত্রী।
শনিবার বেলা ১টা ২৩ মিনিটে রেল কাউন্টারে গিয়ে টিকিট কেটে এরপর পায়ে হেঁটে তিনি রেলের দিকে যান।
রেলের পাশে দাঁড়িয়ে হাতে সবুজ পতাকা, নেড়ে বাঁশি বাজিয়ে রেলে ওঠেন প্রধানমন্ত্রী।
১ টা ২৯ মিনিটে রেলটি রামু স্টেশনের দিকে যাত্রা শুরু করে। এ সময় রেলে প্রধামন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সুধি মহলসহ তার সফরসঙ্গীরা।
১২ কিলোমিটার পথ অতিক্রমের বেলা ১ টা ৫৫ মিনিটে রামু স্টেশনে পৌঁছানোর পর সেখানে নেমে যান প্রধানমন্ত্রী।
রামু পৌঁছে সেখানে দুপুরের খাবার ও নামাযের বিরতি নেবেন তিনি। এরপর বিমানবন্দর হয়ে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন মাতারবাড়ির উদ্দেশ্যে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহেশখালীর মাতারবাড়িতে গিয়ে পৌঁছবেন বেলা ৩ টার দিকে।
তবে নির্ধারিত এ সময়ের অনেক আগেই জনসভাস্থলে শুরু হয়েছে জনস্রোত। মিছিলে মিছিলে আসতে শুরু করেছে মানুষ। সভাস্থল পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষে-মানুষে।